নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়া: তড়িদাহত বাঁদরের টোটো প্রীতি , টোটো থেকে নামতে না চাওয়া বাঁদরকে নিয়ে সমস্যায় টোটো চালক যাত্রীদের গন্তব্যে ছেড়ে রাস্তার ধারে টোটো দাঁড় করিয়ে রেখে পাশের দোকানে চা খেতে গিয়েছিলেন টোটো চালক । আর সে সময়ই টোটোর পিছনের সিটে চেপে বসে এক অসুস্থ বাঁদর
ব্যাস তারপর ঘন্টা দুয়েক আর টোটো থেকে নামানো যায়নি বাঁদরটিকে । অগত্যা রুজিরুটির বারোটা বাজিয়ে টোটো চালক ঠায় দাঁড়িয়ে রইলেন বাঁদরের মর্জি বদলের অপেক্ষায় । অবশেষে খবর পেয়ে বন কর্মীরা হাজির হয়ে সেই টোটোতে চাপিয়েই বাঁদরটিকে নিয়ে গেলেন বন দফতরে । ঘটনা বাঁকুড়ার কলেজ মোড় এলাকার ।
Ajker Rashifal: আজকের রাশিফল ১৭ জুলাই ২০২২ কেমন যাবে রবিবার ? পড়ুন…
আর পাঁচটা টোটো চালকের মতোই বাঁকুড়া শহরের বাসিন্দা সৌমেন ঘোষ নিজের টোটো নিয়ে সকাল থেকে বেরিয়ে পড়েন বাঁকুড়া শহরের রাস্তায় । শহরের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে যাত্রী পরিবহন করেই চলে তাঁর সংসার । এদিন সকালেও তাঁর রুটিনের অন্যথা হয়নি । কিন্তু তাল কাটল বিকেল বেলায় । বাঁকুড়ার কলেজ মোড় এলাকায় রাস্তার ধারে ফাঁকা টোটো রেখে পাশেই চায়ের দোকানে চা খেতে যান সৌমেন ।