Accidental Death :পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ ব্লকের পথ দুর্ঘটনায় মৃত্যু হল
পূর্ব মেদিনীপুর : পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ ব্লকের বাসিন্দা দিলীপ দাসের পুত্র অনিমেষ দাসের পথ দুর্ঘটনায় মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে অনিমেষের, পটাশপুর বাজারে মিষ্টির দোকান রয়েছে। রবিবার সন্ধ্যা ৭ টায় অনিমেষ এবং তাঁর বন্ধু কাজের সূত্রে এগরা গেছিলেন। এগরা থেকে দোবাধী যাবার রাস্তায় এগরা পাওয়ার হাউস সংলগ্ন রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটর বইকের সাথে বালি বোঝাই লরির মুখো মুখো দুর্ঘটনার কবলে পড়েন।
স্থানীয় জনতা দুর্ঘটনা স্থলে পৌঁছে অনিমেষ এবং তাঁর বন্ধু কে উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হসপিটালে পাঠালে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। উত্তেজিত জনতা কিছু ক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালে, এগরা থানার পুলিশ গিয়ে পরিস্থিতির সামাল দেন।হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্ত রাখা হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।