নার্সিং স্টাফ এর শ্লীলতাহানি অভিযোগে গ্রেপ্তার হলেন এক ব্যক্তি
নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : নার্সিং স্টাফ এর শ্লীলতাহানি অভিযোগে গ্রেপ্তার হলেন এক ব্যক্তি ।
শ্লীলতাহানীর অভিযোগে গ্রেপ্তার হলেন এক ব্যক্তি। অভিযুক্ত ব্যক্তির নাম শ্যামল রায় (২৮)। বাড়ি ছাতনা থানার এলাকায় শালচূড়া গ্রামে। অভিযোগ গতকাল দুপুর নাগাদ শালচূড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করাতে যান অভিযুক্ত শ্যামল রায়। এই সময়ে চিকিৎসক নার্স স্বাস্থ্য কেন্দ্রের রোগী দেখতে অস্বীকার করেন। এর পরই অভিযুক্ত নার্সিং স্টাপের গায়ে হাত দেয় অভিযুক্ত শ্যামল রায়,নার্সিং স্টাফকে জড়িয়ে ধরেন এমনটাই অভিযোগ। ছাতনা থানা পুলিশ গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। আজ তাকে বাঁকুড়া জেলা জজ্ আদালতে তোলা হয়।
অভিযোগকারিণীর শ্লীলতাহানীর অভিযোগে পুরোপুরি মিথ্যে, তার ছেলেকে ফাঁসানো হয়েছে এমনটাই দাবি করেছেন অভিযুক্ত শ্যামল রায়ের পিতা। অভিযুক্তের বাবার দাবি ছেলে মানসিক ভাবে অসুস্থ। সেই রাগই অসাবধানতাবশত কোনো ধরনের ঘটনা ঘটে থাকলেও থাকতে পারে। কিন্তু কোনোভাবেই তার ছেলে কোন মহিলার গায়ে হাত তুলতে পারেন না।