বজ্রপাতে মৃত চার গোবাধি পশুর আহত এক।
নিজস্ব প্রতিনিধি, মানিকচক, মালদা :-বজ্রপাতে মৃত্যু হল চারটি গরুর আহত একজন।ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের চৌকি মীরদাদপুর অঞ্চলের সাহেবনগর এলাকায়।ঘটনাস্থলে পৌছায় মানিকচক থানার পুলিশ বাহিনী।
স্থানীয় সূএে জানা গেছে,রবিবার বিকাল নাগাদ শুরু হয় প্রবল বৃষ্টিপাত সাথে বজ্রপাত।ওই এলাকায় বাসিন্দা শেখ রফিজুদ্দিনের ছেলে শেখ হামিদুল গরু ঘরে আনতে আম বাগানে যায়।
তখুনি ঘটে বিপওি মেঘের গর্জনের সাথে বজ্রপাত হয়।ফলে ঘটনাস্থলে লুটিয়ে পরে শেখ হামিদুল এবং মৃত্যু হয় চারটি গরুর।
খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে গিয়ে হামিদুলকে উদ্ধার করে মানিকচক গ্রামীন হাসপাতালে নিয়ে আসে বর্তমানে চিকিৎসাধীন আবস্থায় রয়েছে তিনি।খবর চাউর হতেই আম বাগানে ভিড় জমাতে শুরু করে এলাকাবাসী।ঘটনাস্থলে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ।
চারটি গরুর অকাল মৃত্যুতে দিশেহারা শেখ রফিজুদ্দিন।