Elephant News : আজ ১৯.০৬.২০২২ রবিবার দেখে নিন জঙ্গলমহলের জেলাগুলিতে হাতির অবস্থান
JJM NEWS DESK: আজ ১৯.০৬.২০২২ বুধবার দেখে নিন জঙ্গলমহলের জেলাগুলিতে হাতির অবস্থান।
বাঁকুড়া বনবিভাগে হাতির : Update
মেদিনীপুর বনবিভাগে হাতির :১৯.০৬.২০২২, হাতির অবস্থান ও হাতির সংখ্যা :মেদিনীপুর বনবিভাগ, মোট:৬টি,সকাল -১০.০০ মিনিট,চাঁদড়া রেঞ্জ-আমাঝর্ণা-১টি,চাউলপুরা-১টি,লালগড় রেঞ্জ-বাঁশবের-১টি,ঘাগরাশোল-১টি,নয়াবসত রেঞ্জ-উখলা-১টি, আড়াবাড়ি রেঞ্জ-জোড়াকুশমি-১টি,জঙ্গলে আগুন লাগানো এবং বন্য প্রাণী শিকার হইতে বিরত থাকুন,ইহা দন্ডনীয় অপরাধ,।জঙ্গলে যাবেন না, সতর্ক থাকবেন।বিভাগীয় বনাধিকারিক, মেদিনীপুর বনবিভাগ।
ঝাড়গ্রাম বনবিভাগে হাতির :১৯.০৬.২০২২ হাতির অবস্থান মোট হাতি:১৯ টি,রেঞ্জ-গিধনী-আমতলিয়া-বাঘাখান্দার-হাতি:০১ টি,রেঞ্জ-ঝাড়গ্রাম-বান্দরভোলা-খাসজঙ্গল /৭৩১-হাতি:১৩ টি,পুকুরিয়া-খাসজঙ্গল/৭৫০-হাতি:০২ টি,রেঞ্জ:মানিকপাড়া-রমরমা-বাঁশতলা-হাতি:০১ টি,রেঞ্জ-লোধাশুলি-চন্দ্রি-২-জারুলিয়া-হাতি:০২ টি । হাতির গতি পথে বাধা দিবেন না,সন্ধ্যা০৬টা থেকে সকাল০৬টা পর্যন্ত বাড়ির বাইরে বেরোবেন না,মদ খেয়ে বাইরে যাবেন না ও বাড়িতে মদ রাখবেন না।সকলে সতর্ক থাকিবেন,বিভাগীয় বনাধিকারিক,ঝাড়গ্রাম বিভাগ।