মালদা সংশোধনাগার আবাসিকদের নতুন করে চালু হলো তিনটি শিবির
মালদা;রাজ্যের প্রতিটি সংশোধনাগার আবাসিকদের সর্বাঙ্গীক উন্নয়নে যোগব্যায়াম শিবির স্বাস্থ্য পরীক্ষা ও আইনি সহায়তা শিবির ৫ মে থেকে শুরু করে ৬ জুন পর্যন্ত চলছে। আজ মালদা জেলা সংশোধনাগারে যোগব্যায়াম কর্মসূচি করা। সংশোধনাগারের কয়েদিরা এই যোগব্যায়াম কর্মসূচিতে অংশ। উপস্থিত ছিলেন ডিআইজি বহরমপুর গৌতম মন্ডল মালদা জেলা সংশোধনাগারে সুপারেন্টেন্ড বিশ্বরূপ বিশ্বাস সংশোধনাগারের আধিকারিকরা।
পশ্চিমবঙ্গ সংশোধনাগারের পরিকাঠামো গুলি তেমন ঠিক নাই মালদা জেলা সংশোধনাগার ক্যাপাসিটি তাতে ২৪৮ পুরুষ ও ২৪ মহিলা রাখা ব্যবস্থা রয়েছে কিন্তু সেখানে আজকে প্রায় ৯৭৮ কয়েদি এই সংশোধনাগারে থাকছে। আমরা ইতিমধ্যে মালদা জেলার সংশোধনাগারের পরিকাঠামো বাড়াতে উদ্যোগ গ্রহণ করেছে যেখানে প্রায় ৯০০ কয়েদি থাকতে পারবে।