Maoist poster : ফের মাওবাদীদের পোষ্টার পড়ল জঙ্গলমহলে
JJM NEWS : বাংলা বনধ এর ডাক দিয়ে মাওবাদী পোস্টার। ফের মাওবাদীদের পোষ্টার পড়ল জঙ্গলমহলে। বাংলা বনধ এর ডাক দিয়ে বিনপুর থানার অন্তর্গত কাঁকো অঞ্চলের ভান্ডারপুর গ্ৰামে মাওবাদী পোস্টার পাওয়া গেল রবিবার। স্পেশাল হোমগার্ডে ক্রিমিনাল দের চাকরি দেওয়ার প্রতিবাদে এবং দুর্নীতি পরায়ন তৃনমূল নেতাদের হুশিয়ারি দিয়ে আগামী ৮ এপ্রিল বাংলা বনধ এর ডাক দেয় মাওবাদী রা।পোষ্টটিতে লেখা রয়েছে, ‘রাজ্য সরকারের দূর্নীতির উদ্যোগে ক্রিমিনালদের স্পেশাল হোমগার্ডে চাকরি দেওয়া হল কেন?
তার প্রতিবাদে সারা বাংলায় ৮ এপ্রিল বনধ পালন করুন।’ কিছুদিন পর জঙ্গল মহলের বিভিন্ন জায়গায় মাওবাদী পোষ্টার পাওয়ার ঘটনায় পুলিশ প্রশাসন এর কপালে চিন্তার ভাঁজ। দীর্ঘ দশ বছর পর প্রশান্ত বোস গ্রেপ্তারের প্রতিবাদে মাওবাদী দের ডাকা বনধ এ ব্যাপক সাড়া পড়ে জঙ্গল মহলে। এর আগে গত ডিসেম্বরের মাঝামাঝিতেও বন্ধের ডাক দিয়ে মাওবাদী পোস্টার দেখা গিয়েছিল জঙ্গল মহলে।
উল্লেখ্য, কিছুদিন আগেই নদিয়ার হরিণঘাটা থেকে মাওবাদীদের রাজ্য কমিটির সদস্য জয়িতা দাসকে গ্রেফতার করা হয়। গত ফেব্রুয়ারি মাসে শিলদায় মাওবাদীদের পোস্টার দেখা গিয়েছিল। এমনকি উত্তর ২৪ পরগনার বারাসতেও মাওবাদীদের পোস্টার দেখা যায়। সাম্প্রতিককালে এতবার মাওবাদী পোস্টার দেখা যাওয়ার ঘটনায় স্থানীয় এক নেত্রী জানান, বিজেপি এই ইস্যুকে কেন্দ্র করে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। জঙ্গলমহলে শান্তি আছে। মাওবাদী বলে এখানে কেউ নেই। এটা নতুন ধরনের চক্রান্ত।