আধার কার্ডের ছবি পরিবর্তন করবেন কীভাবে?
প্রায় সব ভারতবাসীর রয়েছে ১২ ডিজিটের আধার নম্বর। অনেকেই আধার রেজিস্ট্রেশনের দিন যে ছবি তুলেছেন সেই ছবি আধারের সঙ্গে রেখে দিয়েছে। তবে চাইলে আধারের ছবি বদল করা সম্ভব। যে কোন আধান কেন্দ্রে গিয়ে আধার কার্ডের ছবি বদল করে নেওয়া যাবে। আধার কার্ডের ছবি বদল করার জন্য কী কী করবেন? দেখে নন:
স্টেপ ১। ইউআইডিএআই এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে আধার এনরোলমেন্ট ফর্ম ডাউনলোড করুন।
স্টেপ ২। এই ফর্ম প্রিন্ট করে তা ভরে ফেলুন। দিয়ে দিন প্রয়োজনীয় সব তথ্য।
স্টেপ ৩। এবার নিকটবর্তী আধার কেন্দ্রে যান। ইউআইডিএআই অফিশিয়াল ওয়েবসাইট থেকে নিকটবর্তী আধার কেন্দ্রের ঠিকানা জেনে নিতে পারবেন।
স্টেপ ৪। এখানে আধার এনরোলমেন্ট আধিকারিককে ফর্ম জমা দিন।
স্টেপ ৫। এর পরে বায়োমেট্রিক অথেন্টিকেশনের মাধ্যমে আপনার পরিচয় যাচাই করা হবে।
স্টেপ ৬। এর পরে আধার কেন্দ্রে আপনার ছবি তুলবেন আধার সেবা কেন্দ্রের আধিকারিক।
স্টেপ ৭। ছবি বদল করার জন্য আধার সেন্টারে ২৫ টাকা ফি দিতে হবে।
স্টেপ ৮। এবার আপনাকে একটি স্লিপ দেওয়া হবে। সেখানে থাকবে রিকোয়েস্ট নম্বর।
স্টেপ ৯। চাইলে ইউআইডিএআই ওয়েবসাইট থেকে এই নম্বর ব্যবহার করে স্ট্যাটাস দেখে নিতে পারবেন।
স্টেপ ১০। একবার আধারে আপনার নতুন ছবি আপডেট হয়ে গেলে অনলাইনে আধার ডাউনলোড করে তা প্রিন্ট করে নিতে পারবেন।