Elephant News : আজ ১০.০৪.২০২২ রবিবার দেখে নিন জঙ্গলমহলের জেলাগুলিতে হাতির অবস্থান
JJM NEWS DESK: আজ ১০.০৪.২০২২ রবিবার দেখে নিন জঙ্গলমহলের জেলাগুলিতে হাতির অবস্থান।
বাঁকুড়া বনবিভাগে হাতির : হাতির অবস্থান তাং-১০.০৪.২০২২মোট হাতি-১৮টি,
বড়জোড়া রেঞ্জে পাবয়া মৌজায়-১টি,সাহারজোড়া-১টি,গঙ্গাজলঘাঁটি রেঞ্জে দেউলি-১টি,সোনামুখী রেঞ্জে ইন্দকাটা-১২টি, করঞ্চমনি খয়রাসোল-১টি,ভুলা-২টি।এই সমস্ত এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার সকলকে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে।বিভাগীয় বনাধিকারীক,বাঁকুড়া (উত্তর) বনবিভাগ।
মেদিনীপুর বনবিভাগে হাতির : ১০.০8.২০২২, হাতির অবস্থান ও হাতির সংখ্যা :মেদিনীপুর বনবিভাগ, মোট: ৫৫-৫৭ টি. সকাল -১১.০৫ মিনিট,চাঁদড়া রেঞ্জ, সুকনখালি-৯ টি, গাররা-১টি, আমাঝর্ণা-১টি, নয়াবসত রেঞ্জ, উখলা-১টি ,মেটাল ভুরকুন্ডিশোল-8০-8২ টি, লালগড় রেঞ্জ, কামরাঙ্গি-১ টি, আড়াবাড়ি রেঞ্জ, টুঙ্গি-১ টি, জঙ্গলে আগুন লাগানো এবং বন্য প্রাণী শিকার হইতে বিরত থাকুন, ইহা দন্ডনীয় অপরাধ,।জঙ্গলে যাবেন না, সতর্ক থাকবেন।বিভাগীয় বনাধিকারিক, মেদিনীপুর বনবিভাগ।
পাঞ্চেৎ বনবিভাগের বনক্ষেত্রের হাতির অবস্থান:- পাঞ্চেৎ বনবিভাগের বনক্ষেত্রের হাতির অবস্থান : কোন হাতি নেই , বিভাগীয় বনাধীকারীক ,পাঞ্চেৎ বনবিভাগ বনক্ষেত্রে
রূপনারায়ন বনবিভাগে হাতির : Update……………
খড়্গপুর বনবিভাগে হাতির :১০,০৪,২০২২:হাতির অবস্থান; কেশররেখা রেঞ্জ, বাঁশখালি হাতি ২টা, চাঁদাবিলা রেঞ্জ, তপোবোণ হাতি ৩ টা, চুলুমদা হাতি ১টা, নয়াগ্রাম রেঞ্জ, কালমাপুকুরিয়া হাতি ১০-১২টা, কলাইকুণ্ডা রেঞ্জ, বমিংগেরিয়া হাতি ১টা, গোহিরা হাতি ১ টা, জটিয়া হাতি ৫৫-৬০ টা। সকলে সতর্ক থাকিবেন। বিভাগীয় বনাধিকারিক, খড়গপুর বনবিভাগ।
ঝাড়গ্রাম বনবিভাগে হাতির :১০.০৪.২০২২ হাতির অবস্থান মোট হাতি:৩৮ টি,রেঞ্জ-ঝাড়গ্রাম-বান্দরভোলা খাসজঙ্গল-৭৩১-হাতি:০৪ টি, রেঞ্জ-গিধনী – গোদরাশোল-রাহেরা-হাতি: ০১টি, আমতলিয়া-চান্দুয়া-হাতি:০১টি, রেঞ্জ-গোপীবল্লভপুর-কমলাশোল-ভেড়া-হাতি:১৫ টি,রেঞ্জ-মানিকপাড়া-বালিভাসা – বড়সুলি- হাতি:১৭টি । হাতির গতি পথে বাধা দিবেন না,সন্ধ্যা০৬টা থেকে সকাল০৬টা পর্যন্ত বাড়ির বাইরে বেরোবেন না, মদ খেয়ে বাইরে যাবেন না ও বাড়িতে মদ রাখবেন না।সকলে সতর্ক থাকিবেন,.বিভাগীয় বনাধিকারিক,ঝাড়গ্রাম বিভাগ।