বসন্তকে স্বাগত জানিয়ে আজ গোলাপী চক বাসন্তী পুজোর মাঠে লাস্য ড্যান্স একাডেমী আয়োজন
রাজেশ : বসন্ত কে স্বাগত জানিয়ে আজ গোলাপী চক বাসন্তী পুজোর মাঠে লাস্য ড্যান্স একাডেমী আয়োজন করেছিলো এক প্রাক হলি নৃত্য অনুষ্ঠান একাডেমির কচি কাঁচা দের নিয়ে। বসন্তের দোলের সাজে সেজেছিল একাডেমির সমস্ত নৃত্য শিল্পীরা। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ডাকে মেদিনীপুর ফটো গ্রাফি অ্যাসোসিয়েশন এর কর্ণধার গৌতম দেব ও সদস্য বৃন্দ। উপস্থিত ছিলেন সময় বাংলার কর্ণধার জয়ন্ত মণ্ডল ও আরো অনেক গুণী মানুষ।
অনুষ্ঠানের শেষে প্রতিষ্ঠানের সদস্য রা আগত অতিথিদের আবির মাখিয়ে দোলের শুভ সূচনা করে ও নিজেদের মধ্যে একে অপরকে রঙের রঙে রাঙিয়ে দেয়। এই অনুষ্ঠানটি উক্ত প্রতিষ্ঠান সব বছরই অনুষ্ঠিত করে থাকে তবে আতিমারির কারণে গতবছর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নি।
উক্ত অনুষ্ঠান কে কেন্দ্র করে গলাপিচাকের অধিবাসীদের মধ্যে এক অন্য উদ্দীপনা লক্ষ্য করা যায়।