WB HS Exam 2022: উপনির্বাচনের জন্য ফের পিছিয়ে গেল উচ্চ মাধ্যমিক, নতুন দিনক্ষণ ঘোষণা মুখ্যমন্ত্রীর
ফের বদলানো হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা সূচি। জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার জন্য একাধিক পরীক্ষার দিন আবারও পরিবর্তন করা হয়েছে। আর আজ নবান্ন থেকে সেকথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বার বার পরীক্ষার দিন পরিবর্তনের জন্য আজ বৈঠকের শুরুতেই পড়ুয়াদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি।
কোন কোন পরীক্ষার দিন পরিবর্তন করা হয়েছে
-
২ এপ্রিল – প্রথম ভাষা
-
৪ এপ্রিল – দ্বিতীয় ভাষা
-
৫ এপ্রিল – ভোকেশনাল সাবজেক্টস
এরপর ৬ থেকে ১৫ তারিখ পর্যন্ত কোনও পরীক্ষা নেই।
১২ তারিখ উপনির্বাচন। ১৪, ১৫ এপ্রিল ছুটি। ১৬ তারিখ ফের পরীক্ষা।
-
১৬ এপ্রিল – অঙ্ক
-
১৮ এপ্রিল – ইকনমিক্স
-
১৯ এপ্রিল – কম্পিউটার সায়েন্স
-
২০ এপ্রিল – কমার্শিয়াল ল
-
২১ – JEE (উচ্চমাধ্যমিক পরীক্ষা নেই)
-
২২ এপ্রিল – ফিজিক্স
-
২৩ এপ্রিল – স্ট্যাটিসটিক্স
-
২৪, ২৫ এপ্রিল – JEE (উচ্চমাধ্যমিক পরীক্ষা নেই)
-
২৬ এপ্রিল – কেমিস্ট্রি
-
২৭ এপ্রিল – বায়োলজিক্যাল সায়েন্স
তবে ৫ এপ্রিলের পর ১৫ এপ্রিল পর্যন্ত কোনও পরীক্ষা রাখা হয়নি। আবার ১৬ এপ্রিল ১৬ অঙ্ক পরীক্ষা হবে বলে জানানো হয়েছে। এদিকে বার বার পরীক্ষার দিন পরিবর্তনের জন্য পরীক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন মমতা। বৈঠকের শুরুতেই এ প্রসঙ্গে তিনি বলেন, “পড়ুয়াদের কাছে ক্ষমা চেয়ে নেব। আমার নিজের খারাপ লাগছে যে বারবার পরীক্ষা পিছিয়ে দিতে হচ্ছে। আমরা ক্ষমাপ্রার্থী।” পাশাপাশি রাজ্য জয়েন্ট ৩০ এপ্রিল হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।