আজ পুরুলিয়া জেলার ঝালদা পৌরসভা ভোটে 12 টি ওয়ার্ডের দখলে তৃণমূল কংগ্রেস
পূর্ণচন্দ্র রক্ষিত,পুরুলিয়া: আজ ঝালদা পৌরসভা ভোটে 12 টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল কংগ্রেস পাই পাঁচটি কংগ্রেস পাই পাঁচটি আসন নির্দল পায় দুটি আসন তাই আজ ভোটের ফলাফল হওয়ার পর তৃণমূল কংগ্রেস বিজয় মিছিল করলেন পুরুলিয়া ঝালদা শহরে তৃণমূল কংগ্রেস পাঁচটি আসন জয়ী হলেও নির্দল প্রার্থী একজন তৃণমূল কংগ্রেসের যোগদান করেন এবং আরেকজন
নির্দল প্রার্থী জানায় যে আমি তৃণমূল কংগ্রেসের লোক আমাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে যদি দল আমাকে ফিরিয়ে নেই তাহলে আমি তো তৃণমূলে আছি ঝালদার প্রাক্তন পৌর প্রধান সুরেশ আগারওয়াল জানাই আমরা বোর্ড গঠন করছি পুরুলিয়া ।