রাতের অন্ধকারে দীঘার সৈকতে সরকারি সম্পত্তি চুরির অভিযোগ উঠল ব্ল্যাক ফোর্স বাহিনীর বিরুদ্ধে তদন্তে পুলিশ ও পর্ষদ
নিজস্ব প্রতিনিধি : রাতের অন্ধকারে দীঘার সৈকতে সরকারি সম্পত্তি চুরির অভিযোগ উঠল ব্ল্যাক ফোর্স বাহিনীর বিরুদ্ধে তদন্তে পুলিশ ও পর্ষদ।এ যেন সর্ষের মধ্যেই ভূত। দিঘা সৈকতে বহু মূলের সরঞ্জাম চুরির অভিযোগ উঠল সৈকতের নিরাপত্তার দায়িত্বে থাকা ব্ল্যাক ফোর্সের বিরুদ্ধে। বৃহস্পতিবারই সামনে এসেছে চুরির বিষয়টি।
দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ সূত্রে দাবি, শহরের নিকাশিতে ব্যবহৃত বহু মূল্যের ধাতব জাল চুরি হয়। যেগুলি রাতের অন্ধকারে চুরির পর বিক্রি করা হয় বালিসাইয়ে।বিষয়টি কর্তৃপক্ষে নজরে আসার পর দিঘা থানায় অভিযোগ দায়ের করা হয় এদিন।