Road Accident Belpahari : বেলপাহাড়ীতে পথ দুর্ঘটনায় এক জনের মৃত্যু এলাকায় চাঞ্চল্য
JJM NEWS : বেলপাহাড়ীতে পথ দুর্ঘটনায় এক জনের মৃত্যু এলাকায় চাঞ্চল্য । পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে 5নম্বর রাজ্য সড়কের উপর ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ী থানার আস্তাঝুড়ি সংলগ্ন এলাকায়। মৃত ব্যাক্তির নাম-পরিচয় জানা যায়নি।
কী গাড়িতে অ্যাকসিডেন্ট করেছে সেটাও বলতে পারা যাচ্ছে না।এলাকার কিছু লোক বলছে মৃত ব্যাক্তিটি পাগল। তবে মৃতদেহটি রাজ্য সড়ক থেকে স্থানীয় জমিতে বুধবার সকালে পড়ে থাকতে দেখেন ওই এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা ফোন করে বেলপাহাড়ি থানার পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে বেলপাহাড়ি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায়। সেই সঙ্গে মৃত ব্যক্তির পরিচয় জানার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।