চুরি যাওয়া TOTO উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল নন্দীগ্রাম থানার পুলিশ
নিজস্ব প্রতিনিধি : চুরি যাওয়া TOTO উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল নন্দীগ্রাম থানার পুলিশ। জানা যায় গত নভেম্বরে নন্দীগ্রাম থানা এলাকার কেঁদেমারী,সরবেরিয়া, নন্দনায়কবাড় থেকে এক শ্রেণীর দুষ্কৃতীরা TOTO চুরি করে।
নন্দীগ্রাম থানায় একটি মামলা হয়। পুলিশ তদন্ত করে দক্ষিণ 24 পরগনার সাগর ও পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে 4টি TOTO উদ্ধার করে আইনি প্রক্রিয়ায় মাধমে মালিদের হাতে তুলে দেয়।