Madhyamik Cheating: কেউ চড়েছে গাছে, কেউ ঝুলছে কার্নিশে, মাধ্যমিকে এইবারও জারি টুকলির ‘ট্র্যাডিশন’
JJM NEWS DESK: করোনার বারবারন্তের কারনে গত দুই বছর হয়নি মাধ্যমিক পরীক্ষা । পড়াশোনা চলছিল অনলাইনের মাধ্যমেই । বিশেষ পদ্ধতিতে নম্বর দেওয়া হতো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের । কিন্তু এ বছর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ঘোষণা করে এবারের পরীক্ষা অফলাইনে হবে । রীতিমত ঘোষণা করা হয় মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট ।
মাধ্যমিক পরীক্ষার জন্য করা নজরদারি থাকে ।কিন্তু আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই পুলিশের চোখে ফাঁকি দিয়ে নকল দিতে দেখা গিয়েছে সোমবার এক যুবককে । ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচকের কুম্ভিরা উচ্চ বিদ্যালয়ে । পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবকের নাম সুমিত প্রামাণিক ।ওই যুবক গোলাপগঞ্জ এলাকার বাসিন্দা । নকল দিয়ে পালানোর সময়
ওই যুবককে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করে পুলিশ । তার সঙ্গে থাকা আরও কয়েকজনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। মঙ্গলবার সকাল থেকে আরো আঁটোসাঁটো করা হয়েছে নজরদারি।