Sunday, October 2, 2022

Voters : ভোটার তালিকায় নাম রয়েছে কি না অনলাইনে জানবেন কীভাবে?

ভারতের নির্বাচন কমিশন সব নাগরিকের জন্য ভোটার কার্ড ইস্যু করে। ১৮ বছরের বেশি বয়স হলেই ভোটার কার্ডের আবেদন করা যায়। নির্বাচনের সময় এই তালিকা তৈরি সম্ভব নয়। তাই সারা বছর ধরে এই তালিকা আপডেট হতে থাকে। তবে দীর্ঘদিন ভোট না দিলে আপনার নাম ভোটার তালিকা থেকে সরিয়ে দেওয়া হতে পারে। নিজের নাম ভোটার তালিকায় রয়েছে কি না তা খুব সহজেই জেনে নেওয়া সম্ভব। দেখে নিন উপায়:

Voters : ভোটার তালিকায় নাম রয়েছে কি না অনলাইনে জানবেন কীভাবে?

অনলাইনে ভোটার তালিকায় নিজের নাম দেখবেন কীভাবে?

স্টেপ ১: ন্যাশনাল ভোটার্স সার্ভিস পোর্টাল থেকে আপনার নাম ভোটার তালিকায় রয়েছে কি না দেখে নেওয়া যাবে।

স্টেপ ২। প্রথমে এই এনভিএসপি ওয়েবসাইট ওপেন করুন।

স্টেপ ৩। মেন পেজে ইলেকটরাল রোল সার্চের অপশন পাবেন।

স্টেপ ৪। এই অপশনে ক্লিক করলে একটি নতুন ওয়েবপেজ ওপেন হবে। সেখানে নিজের তথ্য দিতে হবে।

স্টেপ ৫। নতুন ওয়েবসাইট ওপেন হলে প্রধানত দুটি উপায়ে নিজের নাম ভোটার তালিকায় দেখে নেওয়া সম্ভব।

স্টেপ ৬। প্রথম উপায়ে নিজের নাম, বাবা/স্বামীর নাম, বয়স, জন্মের তারিখ ও লিঙ্গ জানাতে হবে। এই তথ্য জানানোর পরে রাজ্য, জেলা ও বিধানসভার নাম জানাতে হবে।স্টেপ ৭। এছাড়াও চাইলে এপিক কার্ড (ভোটার কার্ড) নম্বরের মাধ্যমে এই কাজ করা যাবে। সেই ক্ষেত্রে নিজের রাজ্য ও এপিক কার্ড নম্বর দিয়ে দিতে হবে।

স্টেপ ৮। দুই ক্ষেত্রেই ক্যাপচার মাধ্যমে অথরাইজ করতে হবে।

স্টেপ ৯। এই সব পদ্ধতি শেষ হলে নিজের নাম নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখে নেওয়া যাবে।

তবে চাইলে এসএমএসের মাধ্যমেও ভোটার তালিকায় নিজের নাম যাচাই করা সম্ভব।

এসএমএস-এর মাধ্যমে কীভাবে করবেন?

স্টেপ ১। মোবাইলের মেসেজ বিভাগে EPIC টাইপ করুন।

স্টেপ ২। এর পরে টাইপ করুন ভোটার কার্ড নম্বর

স্টেপ ৩। এবার এই এসএমএস ৯২১১৭২৮০৮২ নম্বরে পাঠিয়ে দিন।

স্টেপ ৪। একটি এসএমএস এর মাধ্যমে আপনার পোলিং স্টেশন নম্বর জানিয়ে দেওয়া হবে।

স্টেপ ৫। আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ গেলেও তাও জানিয়ে দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

লেটেস্ট খবর

লেটেস্ট খবর

হাতির খবর

জঙ্গলমহল ভ্রমণ