Eplehant News : আজ ২০.০৩.২০২২ রবিবার দেখে নিন জঙ্গলমহলের জেলাগুলিতে হাতির অবস্থান
JJM NEWS DESK: আজ ২০.০৩.২০২২ রবিবার দেখে নিন জঙ্গলমহলের জেলাগুলিতে হাতির অবস্থান।
বাঁকুড়া বনবিভাগে হাতির : হাতির অবস্থান তাং-২০.০৩.২০২২মোট হাতি-৬৩টি,
বড়জোড়া রেঞ্জে সাহারজোরা মৌজায়-৩১টি,মনোহর-১৭টি,বড়জোড়া-৩টি, মাঝমুড়া-১টি,বেলিয়াতোর রেঞ্জে,রশিকনগরপুর-১টি, বারোমেশিয়া-২টি,গঙ্গাজলঘাঁটি রেঞ্জে,রাধুরবাইদ-৫টি,বাঁকাদাহ-১টি,সোনামুখী রেঞ্জে ভুলা-২টি।এই সমস্ত এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার সকলকে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে।
বিভাগীয় বনাধিকারীক,বাঁকুড়া (উত্তর) বনবিভাগ।
মেদিনীপুর বনবিভাগে হাতির : ২০.০৩.২০২২, হাতির অবস্থান ও হাতির সংখ্যা :মেদিনীপুর বনবিভাগ, মোট:১০-১১ টি. সকাল -১০.০৫ মিনিট,চাঁদড়া রেঞ্জ, আমাঝর্ণা-১ টি,গাররা-৫-৬ টি, নয়াবসত রেঞ্জ, বীরপাথরি-১টি,আড়াবাড়ি রেঞ্জ,টুঙ্গি-২টি, লালগড় রেঞ্জ, বাঁশবেড়-১ টি,জঙ্গলে আগুন লাগানো এবং বন্য প্রাণী শিকার হইতে বিরত থাকুন, ইহা দন্ডনীয় অপরাধ,।জঙ্গলে যাবেন না, সতর্ক থাকবেন।বিভাগীয় বনাধিকারিক, মেদিনীপুর বনবিভাগ।
পাঞ্চেৎ বনবিভাগের বনক্ষেত্রের হাতির অবস্থান:- পাঞ্চেৎ বনবিভাগের বনক্ষেত্রের হাতির অবস্থান:- কোন হাতি নেই, বিভাগীয় বনাধীকারীক, পাঞ্চেৎ বনবিভাগ বনক্ষেত্র
রূপনারায়ন বনবিভাগে হাতির : Update……………
খড়্গপুর বনবিভাগে হাতির : Update……………
ঝাড়গ্রাম বনবিভাগে হাতির :Update……………