JJM NEWS DESK: আজ ০৬.০৩.২০২২ রবিবার দেখে নিন জঙ্গলমহলের জেলাগুলিতে হাতির অবস্থান।
বাঁকুড়া বনবিভাগে হাতির : হাতির অবস্থান তাং-০৬.০৩.২০২২মোট হাতি-৪৯টি,
বড়জোড়া রেঞ্জে চক্রবাইদ মৌজায়-১৮টি,পাবোয়া-১টি, বাঁকুড়া উত্তর রেঞ্জে কাঁটাপেসিয়া- ১টি,বেলিয়াতোর রেঞ্জে,লাদুনিয়া-৯টি,গঙ্গাজলঘাটি রেঞ্জে জামবোনি-২টি,সোনামুখী রেঞ্জে গোপবন্দি-১৮টি।এই সমস্ত এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার সকলকে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে।বিভাগীয় বনাধিকারীক,বাঁকুড়া (উত্তর) বনবিভাগ।
মেদিনীপুর বনবিভাগে হাতির : ০৬.০৩.২০২২, হাতির অবস্থান ও হাতির সংখ্যা :মেদিনীপুর বনবিভাগ, মোট:২০ টি. সকাল -১০.১০ মিনিট,লালগড় রেঞ্জ, কামরাঙ্গি-৭ টি, চাঁদড়া রেঞ্জ, বামুনিয়াশোল- ২ টি, আমাঝর্ণা-২টি, আউশাবান্ধি-১ টি, গাররা-৫ টি, নয়াবসত রেঞ্জ,বাঁশডিহা-১ টি,বীরপাথরি-১৫ টি,আড়াবাড়ি রেঞ্জ,টুঙ্গি-২টি,ভাদুতলা রেঞ্জ, খাসজঙ্গল(২২৭)-২ টি, জঙ্গলে যাবেন না, সতর্ক থাকবেন। বিভাগীয় বনাধিকারিক, মেদিনীপুর বনবিভাগ।
পাঞ্চেৎ বনবিভাগের বনক্ষেত্রের হাতির অবস্থান:- পাঞ্চেৎ বনবিভাগের বনক্ষেত্রের হাতির অবস্থান:- কোন হাতি নেই, বিভাগীয় বনাধীকারীক, পাঞ্চেৎ বনবিভাগ বনক্ষেত্র
রূপনারায়ন বনবিভাগে হাতির : ০৬.০৩.২০২২, হাতির অবস্থান ও হাতির সংখ্যা: রূপনারায়ণ বনবিভাগ: মোট: ২০টি, হুমগড়, টাঙ্গাসোল, হাতি ১২টি। গোয়ালতোড়, জঙ্গলখাস-৬৮৮, হাতি ৫টি, মহালিসাই, আদালিয়া, হাতি ২টি। স্থানীয় মানুষকে জঙ্গলে যেতে নিষেধ করা হচ্ছে। সকলে সতর্ক থাকিবেন। বিভাগীয় বনাধিকারিক, রূপনারায়ন বনবিভাগ।
খড়্গপুর বনবিভাগে হাতির : ০৬.০৩.২০২২:হাতির অবস্থান ও সংখ্যা মোট-৮টি: রেঞ্জ:চাঁদাবিলা,মৌজা-খাসজঙ্গল-১২,হাতি-৩টি, রেঞ্জ:কেশরেখা,মৌজা-বাঁশখালী,হাতি-২টি, রেঞ্জ:নয়াগ্রাম,মৌজা-খাসজঙ্গল-৭৬,হাতি-১টি, রেঞ্জ:কলাইকুন্ডা,মৌজা-দুয়ারখোল,হাতি-৩টি। বন্যপ্রাণী শিকার করা থেকে বিরত থাকিবেন।স্থানীয় মানুষকে জঙ্গলে যেতে নিষেধ করা হচ্ছে। সকলে সতর্ক থাকিবেন।বিভাগীয় বনাধিকারিক:খড়্গপুর বনবিভাগ।
ঝাড়গ্রাম বনবিভাগে হাতির : Update……………