সংকল্প ফাউন্ডেশনের পরিচালনায় সিজুয়া গ্রামের পালিত দোল উৎসব
সুদীপ পাল : সারা জঙ্গলমহল জুড়ে পালিত দোল উৎসব । রঙিন আবিরে একে অপরকে রাঙিয়ে দিয়ে পালিত হয় এই উৎসব।দোল উৎসবের দিনটিকে আর ও স্মরণীয় করে তুলতে এক অভিনব অনুষ্ঠানের আয়োজন করেছিল সংকল্প ফাউন্ডেশনের এর সদস্যরা ।
সংকল্প ফাউন্ডেশনের পরিচালনায় জাম্বনী ব্লকের জাম্বনী 8 নম্বর অঞ্চলের সিজুয়া গ্রামের কচিকাঁচা বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ ও বয়স্ক মানুষদের সাথেও পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী দোল উৎসব পালন করলো এই ফাউন্ডেশন এর সদস্য ।