তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় দেউলী ১২৭ ও ১২৮ নম্বর বুথের আয়োজনে বেলদার একটি গেস্টহাউসে আয়োজিত হল বসে আঁকো প্রতিযোগিতার
নিজস্ব প্রতিনিধি : ছাত্রছাত্রীদের মানসিক বৃদ্ধি এবং কচিকাঁচাদের মধ্যে সংস্কৃতির ধারাকে বহমান রাখতে অনেকটাই দায়িত্বশীল তৃণমূল কংগ্রেস।শনিবার বিকেলে বেলদা ২ অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় দেউলী ১২৭ ও ১২৮ নম্বর বুথের আয়োজনে বেলদার একটি গেস্টহাউসে আয়োজিত হল বসে আঁকো প্রতিযোগিতার।যেখানে প্রায় চল্লিশেরও বেশি ছাত্রছাত্রী অংশ নেয়।বুথ স্তর থেকে স্থানাধিকারীরাও অংশ নেবে অঞ্চল স্তরের প্রতিযোগিতায়।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি বঙ্কিম বিহারী দাস মহাপাত্র, বেলদা ২ অঞ্চলের প্রধান যুথিকা পাল প্রধান, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ অনাদি বারিক, সহ অন্য তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা।ছাত্রছাত্রীদের উৎসাহ এবং উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।