JJM NEWS DESK : এক ম্যাচ বাকি থাকতে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে ওয়ানডে সিরিজ পকেটে পুরলো নিল ভারত (India)। ভারতীয় বোলাদের সামনে নতজানু হল ক্যারিবিয়ান শিবির।দুশোর রানের আগেই শেষ হয়ে যায় তাদের দাপট।
দু’জনে ৯১ রানের পার্টনারশিপ গড়েন। ভুল বঝাবুঝিতে রান আউট হন লোকেশ রাহুল (৪৯)। সূর্যকুমার খেলেন ৬৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। শেষের দিকে দীপক হুডা (২৯) ও ওয়াশিংটন সুন্দরের (২৪) লড়াইয়ে ভারত পৌঁছায় ২৩৭ রানে।
ভারতের রান তাড়া করতে নেমে শুরুর দিকে ওয়েস্ট ইন্ডিজও দ্রুত উইকেট হারায়। ক্যারিবিয়ান শিবিরে শুরুতে ধাক্কা দেন প্রসিদ্ধ কৃষ্ণা। ব্র্যান্ডন কিং (১৮) এবং ড্যারেন ব্রাভোকে (১) ফেরান তিনি। চাহালের শিকার শাই হোপ (২৭)। কৃষ্ণার বলে নিকোলাস পুরানকে (৯) স্লিপে ধরেন রোহিত। ব্রুকস প্রতিরোধ গড়়ার চেষ্টা করেন। ব্যক্তিগত ৪৪ রানে তাঁকে ফেরান হুডা। রান পাননি হোল্ডারও (২)। আকিল হোসেন (৩৪) ও অ্যালেন (১৩) কিছুটা লড়ছিলেন।
তার পরেও লড়াই যান স্মিথ (২৪)। কিন্তু ওয়াশিংটনের বলে তিনি ফিরতেই ক্যারিবিয়ানদের জয়ের আশা শেষ হয়ে যায়। পুরো ৫০ ওভার খেলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ৪৬ ওভারেই শেষ হয়ে যায় ক্যারিবিয়ানদের প্রতিরোধ। দ্বিতীয় ওয়ানডেতে নজর কাড়লেন ভারতের তরুণরা।ভারত ৪৪ রানে হারাল ওয়েস্ট ইন্ডিজকে