সুদীপ পাল ,বেলপাহাড়ি : পৌরভোট অশান্তির অভিযোগে বিজেপির ডাকা আজকের ১২ ঘন্টার বন্ধে বেল পাহাড়ি তে বন্ধ দোকান পাট বন্ধ রয়েছে বেসরকারি বাস পরিষেবা । তবে সকাল থেকে খোলা রয়েছে কিষান মান্ডির সবজি মার্কেট । সকাল বেলা বেলপাহাড়িতে বেশ কয়েকজন বিজেপি সমর্থক পতাকা নিয়ে স্লোগান দিতে দিয়ে মিছিল করে বাজার পরিক্রমা করে ।
বেল পাহাড়ির সুপার মার্কেট এ রাজ্য সড়কের উপর সকাল বেলা পতাকা দিয়ে রাস্তা বন্ধ করা থাকলেও পরে স্থানীয় পুলিশ প্রশাসন এসে রাস্তা পরিষ্কার করে দেয় । এদিন তবে রাস্তায় প্রাইভেট গাড়ি ও পণ্য বাহী ট্রাক চলাচল স্বাভাবিক রয়েছে ।
বন্ধ রয়েছে বেল পাহাড়ি SBI এর মূল শাখা । গ্রাহকরা ব্যাংকে আসলেও ব্যাংকের দরজা বন্ধ থাকায় ঘুরে যেতে হচ্ছে তাদেরকে। তবে খোলা রয়েছে বিদ্যাসাগর কো অপারেটিভ ব্যাংকের মূল শাখা। সরিদিয়ে ইন্দ্র কুঠির মাঠে দাড়িয়ে রয়েছে বেসরকারি বাস গুলি।