নিজস্ব প্রতিনিধি : ঝাড়গ্রাম জেলার অন্তর্গত শিলদাতে বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত রয়েছে পুরনো যুগের রাজা মানগোবিন্দ রায় এর রাজবাড়ি ও রাজমহল চত্বর জুড়ে বেশ কয়েকটি দেবদেবীর মন্দির ।
কিন্তু বর্তমান দিনে রাজার রাজত্ব না থাকায় রক্ষণাবেক্ষণের অভাবে অতিপ্রাচীন এই রাজ বাড়ি ও মন্দির গুলির অবস্থা জরাজীর্ণ ।খসে পড়ছে দেওয়াল এর প্লাস্টার , ইট ভেঙে পড়ছে পুরো এলাকা ঝোপ ঝারে ভরে গেছে। বাড়ির উপর জন্মেছে গাছ রক্ষণাবেক্ষণের অভাবে এই ভাবে নষ্ট হয়ে যেতে বসেছে রাজবাড়ী ও রাজার আমলের ঐতিহ্যবাহী এই মন্দির গুলি।
এই এলাকার এলাকা বাসীদেরদের দাবি এই রাজ মহলটি ও মন্দির গুলি রক্ষণাবেক্ষণ এর ব্যাবস্থা যদি সরকার করেন তাহলে এই রাজমহলকে কেন্দ্র করে শীলদাতে পর্যটন কেন্দ্র গড়ে উঠবে । বেলপাহাড়ির সাথে সাথে শিলদাও পর্যটন এর মানচিত্রে জায়গা করে নিতে পারবে।