JJM NEWS DESK : ভারত মাতার বীর সন্তানদের কথা আমরা ভুলিনি।তাই আজ পুলওয়ামার নিহত জওয়ানদের স্মরণে রাইপুর জীবনদীপ ফাউন্ডেশন এর উদ্যোগে রাইপুরের বিডিও অফিস এর কমিউনিটি হলে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির এর আয়োজন করা হয়।
জীবনদীপ ফাউন্ডেশন এর সম্পাদক সোমনাথ মন্ডল জানান প্রতিবছর 14 ই February পুলওয়ামায় নিহত জওয়ানদের স্মরণে রক্তদান শিবির হয়। এবছরের রক্তদান শিবিরে রক্ত দাতা 77 জন। তিনজন মহিলা ও রক্ত দান করেন। খাতড়া ব্লাড ব্যাংক এই রক্ত সংগ্রহ করে।
রাকেশ পাল জানান যারা আমাদের এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ক্লাসিক ফটোগ্রাফি গ্রুপ কেউ অনেক ধন্যবাদ আমাদের সাহায্য করার জন্য।সদস্য আসিস সূরাল জানায় এভাবেই মানুষের সাহায্য পেয়ে আমরা আরো এগিয়ে যেতে চাই।আশা করবো মানুষ ভবিষ্যতেও আমাদের পাশে থাকবে।