JJM NEWS DESK : সম্প্রতি ভাইরাল হয় দাদু এবং নাতনির একটি ভিডিও। ভিডিওটিতে একটি যুগল গানে অন্তরঙ্গ ভাবে নাচতে দেখা যাচ্ছে দুজনকে। ভিডিওটি নেহাত বিনোদনের জন্য বানানো হলেও তা বিনোদনের চেয়ে দৃষ্টিকটুই বেশি লেগেছে নেটিজেনদের।
নাতি-নাতনিদের সব বায়না, আবদার, আদরও তাই দাদু দিদার কাছেই। ছোটোবেলায় দাদু ঠাকুমার কাছে গল্প শুনে ঘুমোনোই হোক কিংবা বড় হয়ে যত আবদার বায়না সব কিছুতেই অপরিহার্য দাদু দিদারা। কিছুজনকে আবার ভারতীয় সংস্কৃতির কথা মনে করিয়ে দিতেও দেখা যায় ভিডিওর কমেন্ট বক্সে।
দেখুন ভিডিওটি
https://youtube.com/shorts/_IvERaSqY6k?feature=share