JJM NEWS DESK : উওর দিনাজপুর জেলা করণদিঘী ব্লক মেহেন্দাবাড়ি গ্ৰামে পরিযায়ী এক জন শ্রমিকের মৃত্যু ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে, জানা যায় উওর দিনাজপুর জেলা করণদিঘী ব্লকের মেহেন্দাবাড়ি গ্ৰামের এক জন শ্রমিক, বীরভূম সিউড়িতে একটি জলের সেফটিক ট্যাঙ্ক তৈরি কাজ চলছিলো প্রতক্ষদশীরা বলেন কাজ করার সময়, দূঘটনাটি ঘটে,
জলের ট্যাঙ্ক উপর থেকে নিচে পড়ে যায় গুরুতর আহত অবস্থায় বেড় করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসরা মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তির নাম জানে আলম, তার পরিবার তিনটি বাচ্ছা রয়েছে, পরিবার লোকজন বলেন, পরিবারের একমাত্র রোজগার কাজ করতেন তিনিই দূঘটনায় মারা যায়, সরকারি সাহায্য ও জলের ট্যাঙ্ক তৈরি কোম্পানির কাছে সাহায্য আবেদন জানায়।