JJM NEWS DESK :হাতির হানায় ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা, বনাঞ্চলে জমির অবহিত হস্তান্তর বন্ধ করা, বন অধিকার আইন দ্রুত কার্যকর করা, ফরেস্ট রেঞ্জ ও বিট অফিসে কর্মরত অস্থায়ী কর্মীদের ছাঁটাই না করার দাবিতে আজ সকালে শালবনীর পথ অবরোধ করে বিক্ষোভ দেখান, সারা ভারত খেতমজুর সংগঠন পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি।পথ অবরোধ, বিক্ষোভের পাশাপাশি শালবনীর পীড়াকাটা এলাকায় মিছিল করে সংগঠন।
কয়েক সপ্তাহ ধরে পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক এলাকায় হাতির তাণ্ডব অব্যাহত,মূলত পশ্চিম মেদিনীপুর জেলার অধিকাংশ এলাকা কৃষির উপর নির্ভরশীল, বিশেষ করে শীতের মৌসুম এলেই চাষীদের স্বপ্নের চাষ আলু চাষ করেন ভালো লাভের আশায়, তবে গত দুই থেকে তিনবারে অতি ভারী বৃষ্টিপাতের কারণে এমনিতেই একাধিক চাষী ক্ষতিগ্রস্ত হয়েছে,তারি মাঝে হাতির তাণ্ডব অব্যাহত,
এই তাণ্ডবের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক জমির আলু, যা নিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছে এলাকার চাষিরা, বৃহস্পতিবার বেলা নাগাদ জেলার শালবনি ব্লকের পিড়াকাটা রাজ্য সড়ক অবরোধ করে ৫ দফা দাবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করলো অল ইন্ডিয়া কৃষক সভা নামে বাম সংগঠন, মূলত তাদের দাবি তাদের ক্ষতিপূরণ দিতে হবে, বন্যপ্রাণী শিকার আইন লাগু করতে হবে, বর্ণ কর্মীদের ছাঁটাই করা চলবে না সহ একাধিক দাবি নিয়ে এই বিক্ষোভ প্রদর্শন এবং পথ অবরোধ বাম সংগঠনের,
গোটা এলাকা মিছিল করে রাস্তা অবরোধ করে তীব্র বিক্ষোভ দেখানো বাম সংগঠন, যার পড়ে রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে,সৃষ্টি হয় তীব্র যানজটের, এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পিড়াকাটা ফাঁড়ির পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়, তবে বাম সংগঠনের বক্তব্য আগামী দিনে এই দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনে নামবে বাম সংগঠন।