Medinipur Food and Art Festival : মেদিনীপুর বিদ্যাসাগর হল প্রাঙ্গণে শুরু হলো মেদিনীপুর আর্ট একাডেমী আয়োজিত ” মেদিনীপুর ফুড অ্যান্ড আর্ট ফেস্টিভ্যাল 2022 “
নিজস্ব প্রতিনিধি,মেদিনিপুর : মেদিনীপুর বিদ্যাসাগর হল প্রাঙ্গণে শুরু হলো মেদিনীপুর আর্ট একাডেমী আয়োজিত ” মেদিনীপুর ফুড অ্যান্ড আর্ট ফেস্টিভ্যাল 2022 “চলবে আগামী তিন দিন। আজকে সকাল ১১টায় ফেস্টিভ্যাল এর শুভ উদ্বোধন করেন মেদিনীপুর সদরের বিধায়ক মাননীয়া জুন মালিয়া মহাশয়া।
উপস্থিত ছিলেন মেদিনীপুর পুরসভার প্রাক্তন পুরো প্রশাসক মাননীয় সৌমেন খান মহাশয়। গত দু বছর করোনা র কারনে এই অনুষ্ঠান স্থগিত ছিল। আজকে প্রায় ১৫০ জন সফল প্রতিযোগী দের হাতে অঙ্কন বিভাগে মানপত্র তুলে দেওয়া হয়।এছাড়াও আজকের অনুষ্ঠানে সমাজের নানা স্তরের বিশিষ্ট মানুষদের সম্মাননা জানান ফেস্টিভ্যাল এর উদ্যোক্তা রা ।
সম্মাননা গ্রহণ করেন সুদীপ খাড়া, জয়ন্ত মণ্ডল, সুমন্ত সাহা, রীতা বেরা, পারমিতা সাহু, রোশনারা খান, নিশীথ দাস, রাকেশ দাস, অভ্রজিত নাগ ও নবনীতা মিশ্র।উপস্থিত প্রত্যেকে অনুষ্ঠানের সাফল্য কামনা করেন ।আগামী তিন দিন উক্ত ফেস্টিভ্যাল এ বহু রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদ্যোক্তারা সমস্ত রকম কভিড বিধি মেনে ফেস্টিভ্যাল পরিচালনা করছেন।