কিংবদন্তি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকারের আত্মার শান্তি কামনায় মনোজ মিশির ও তাঁর বন্ধুরামিলে বেলপাহাড়ি হাই স্কুল মাঠে আর্য্যা অনুষ্ঠান এর মাধ্যমে শ্রদ্ধা আয়োজন
সুদীপ পাল,বেলপাহাড়ি : কয়েক দিন আগেই ৬ ফেব্রুয়ারি রবিবার কিংবদন্তি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকার পরলোক গমন করেছেন । এর ফলে শোখের ছায়া নেমে এসেছে গোটা সঙ্গীত জগতে ও দেশ তথা সারা বিশ্বের তাঁর অনুগামীদের মধ্যে । বেলপাহাড়ি হাই স্কুল মাঠে আজ কিংবদন্তি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকারের ভক্ত মনোজ মিশির ও তাঁর বন্ধুরামিলে উনার আত্মার শান্তি কামনায় আজ দুপুর ১২ টায় পুরোহিত দিয়ে উনার
Read More :Eplehant News : আজ ১৮.০২.২০২২ শুক্রবার দেখে নিন জঙ্গলমহলের জেলাগুলিতে হাতির অবস্থান
আর্য্যা অনুষ্ঠান এর মাধ্যমে শ্রদ্ধা আয়োজন করে । মুরান শলের এক ব্যাবসায়ী লতা মঙ্গেশকর এর সঙ্গীত প্রেমী তথা চরম ভক্ত সুরের আকাশের ধ্রুবতারা লতা মঙ্গেশকর এর ছবি দিয়ে একটি টেবলো বানিয়ে উনার ছবিতে মালা পরিয়ে ধুপ জ্বালিয়ে , লতা মঙ্গেকরের গাওয়া গান বাজিয়ে বেল পাহাড়ি পাওয়ার হাউস থেকে পদযাত্রা করে বেলপাহাড়ি বাজার পদক্ষিণ করে বেল পাহাড়ি হাই স্কুল মাঠে মূলঅনুষ্ঠানে যোগ দেন ।আজকের এই অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর এর প্রতিলিপিতে মাল্য দান করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয় ও নরণারায়ান সেবার আয়োজন করা হয়েছিল ।