JJM NEWS DESK : আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে বসবে আইপিএলের মেগা নিলামের আসর। আইপিএলের মেগা নিলামের আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে নিলামে অংশ নিতে চলা ক্রিকেটারদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হয়েছে। ডেভিড ওয়ার্নার, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, প্যাট কামিন্স, কুইন্টন ডি’কক, শিখর ধাওয়ান, ফাফ ডু প্লেসি, শ্রেয়স আইয়ার, কাগিসো রাবাডা এবং মহম্মদ শামি রয়েছেন মার্কি ক্রিকেটারদের তালিকায়।
# সব মিলিয়ে ৫৯০ জন ক্রিকেটার এবার নিলামে অংশ নিচ্ছেন।
# ২২৮ জন আন্তর্জাতিক ক্রিকেট খেলা তারকা রয়েছেন তালিকায়।
# ৩৫৫ জন ঘরোয়া ক্রিকেটার অংশ নেবেন নিলামে।
# সহযোগী দেশের মোট ৭ জন ক্রিকেটারকে নিলামে তোলা হবে।
# ৪৮ জন ক্রিকেটারের বেস প্রাইস সর্বোচ্চ ২ কোটি টাকা।
# ২০ জন ক্রিকেটারের বেস প্রাইস দেড় কোটি টাকা।
# ৩৪ জন ক্রিকেটারের বেস প্রাইস ১ কোটি টাকা।
# ৩৭০ জন ভারতীয় ক্রিকেটারকে নিলামে তোলা হবে।
# ২২০ জন বিদেশি ক্রিকেটার নিলামে অংশ নেবেন।
মঙ্গলবার চূড়ান্ত নিলাম পুল প্রকাশ করা হয়েছে। ১২১৪ জন ক্রিকেটারদের মূল তালিকা থেকে ৫৯০ জনকে বেছে নেওয়া হয়েছে। এই চূড়ান্ত তালিকায় অনুরোধের ভিত্তিতে যোগ করা হয়েছে ৪৪ টি নতুন নাম। যার মধ্যে রয়েছেন ব্রিটিশ তারকা পেসার জোফরা আর্চার, অজি ব্যাটার উসমান খোয়াজা।