বাঁকুড়া বনবিভাগে হাতির : হাতির অবস্থান তাং-১৫.০২.২০২২মোট হাতি-১৯টি,বড়জোড়া রেঞ্জে দক্ষিণ সরাগাড়া মৌজায়-৮টি,বনশোল-২টি,বাঁকুড়া উত্তর রেঞ্জে বারমেসিয়া-১টি,বেলিয়াতোর রেঞ্জেকোদালিয়া-২টি,সোনামুখী রেঞ্জে তিওরা-১টি,করঞ্জমনি খয়রাশোল-৫টি।এই সমস্ত এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার সকলকে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে।বিভাগীয় বনাধিকারীক,বাঁকুড়া (উত্তর) বনবিভাগ।
ঝাড়গ্রাম বনবিভাগে হাতির : ১৫.০২.২০২২ হাতির অবস্থান মোট হাতি:২১ টি,রেঞ্জ-গিধনী-আমতলিয়া-বাঘাখান্দার-হাতি:০১ টি,চান্দুয়া-হাতি:১০টি,রেঞ্জ-লোধাশুলি-লোধাশুলি-নেকড়াবিন্ধ্যা-হাতি: ০১টি,রেঞ্জ-ঝাড়গ্রাম-বান্দরভোলা-খাসজঙ্গল/৭৩১-হাতি:০৯ টি । হাতির গতি পথে বাধা দিবেন না,সন্ধ্যা০৬টা থেকে সকাল০৬টা পর্যন্ত বাড়ির বাইরে বেরোবেন না, মদ খেয়ে বাইরে যাবেন না ও বাড়িতে মদ রাখবেন না।সকলে সতর্ক থাকিবেন,বিভাগীয় বনাধিকারিক,ঝাড়গ্রাম বিভাগ।