বাঁকুড়া বনবিভাগে হাতির : হাতির অবস্থান তাং-২৫.০২.২০২২মোট হাতি-৪৮টি,
বড়জোড়া রেঞ্জে পাবয়া-১টি, বনশোল-৪টি,বেলিয়াতোর রেঞ্জে লাদুনিয়া মৌজায়-৬টি, কাটাবেসিয়া-১০টি, রামচন্দ্রপুর-২টি,সোনামুখী রেঞ্জে তিওরা-১২টি,রপোট-৪টি,গোপবন্দি-9টি।
এই সমস্ত এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার সকলকে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে।
বিভাগীয় বনাধিকারীক,বাঁকুড়া (উত্তর) বনবিভাগ।
মেদিনীপুর বনবিভাগে হাতির : ২৫.০২.২০২২, হাতির অবস্থান ও হাতির সংখ্যা :মেদিনীপুর বনবিভাগ, মোট:২১-২২ টি. সকাল -১০.১০ মিনিট,লালগড় রেঞ্জ, বাঁশবেড়-১8-১৫ টি,চাঁদড়া রেঞ্জ, আমঝর্ণা- ১ টি, গাররা-২ টি,নয়াবসত রেঞ্জ, বীরপাথরি-১ টি,আড়াবাড়ি রেঞ্জ,টুঙ্গি-২ টি,ভাদুতলা রেঞ্জ, খাসজঙ্গল(২২৭)-১ টি,।জঙ্গলে যাবেন না, সতর্ক থাকবেন। বিভাগীয় বনাধিকারিক, মেদিনীপুর বনবিভাগ।
রূপনারায়ন বনবিভাগে হাতির :২৫.০২.২০২২, হাতির অবস্থান ও হাতির সংখ্যা: রূপনারায়ণ বনবিভাগ: মোট: ২টি। হুমগড়, পাথরমারি, হাতি ২টি। স্থানীয় মানুষকে জঙ্গলে যেতে নিষেধ করা হচ্ছে। সকলে সতর্ক থাকিবেন। বিভাগীয় বনাধিকারিক, রূপনারায়ন বনবিভাগ।
ঝাড়গ্রাম বনবিভাগে হাতির : ২৫.০২.২০২২ হাতির অবস্থান মোট হাতি:৫৫ টি,রেঞ্জ-ঝাড়গ্রাম-বান্দরভোলা -খাসজঙ্গল-৭৩১-হাতি:১৮টি, রেঞ্জ-গিধনী-চান্দুয়া-হাতি:০১ টি,রাহেরা-হাতি:০১টি,রেঞ্জ-পাড়িহাটি-জমিদারডাঙ্গা-হাতি:০১ টি,রেঞ্জ-শিলদা-কপাটকাটা-হাতি:০৪ টি,রেঞ্জ-জামবনি-চিচিড়া-খাসজঙ্গল/২৪৬-হাতি:১০ টি, রেঞ্জ-ভুলাভেদা-কাঁকড়াঝোর-দলদলি-হাতি:২০টি । হাতির গতি পথে বাধা দিবেন না,সন্ধ্যা০৬টা থেকে সকাল০৬টা পর্যন্ত বাড়ির বাইরে বেরোবেন না, মদ খেয়ে বাইরে যাবেন না ও বাড়িতে মদ রাখবেন না।সকলে সতর্ক থাকিবেন,বিভাগীয় বনাধিকারিক,ঝাড়গ্রাম বিভাগ।