বাঁকুড়া বনবিভাগে হাতির : হাতির অবস্থান তাং-০১.০২.২০২২
বড়জোড়া রেঞ্জে বড়জোড়া মৌজায়-৫টি,সাহারজোড়া-২টি,বেলিয়াতোর রেঞ্জে সাতখুলিয়া-১টি,বারমেসিয়া-১টি,বাঁকুড়া উত্তর রেঞ্জে রসিকনগরপুর-৩টি,পাত্রসায়ের রেঞ্জে চকপাত্রসায়ের-১টি।এই সমস্ত এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার সকলকে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে।বিভাগীয় বনাধিকারীক,বাঁকুড়া (উত্তর) বনবিভাগ।
খড়্গপুর বনবিভাগে হাতির : ০১.০২.২০২২:হাতির অবস্থান ও সংখ্যা মোট-৭৯- ৬৫টি: রেঞ্জ:চাঁদাবিলা,মৌজা-তপবন,হাতি-৫০-৫৩টি,মৌজা-সিংধুই,হাতি-৬টি, রেঞ্জ:কেশরেখা,মৌজা-খাসজঙ্গল-১৬৩,হাতি-৪টি,মৌজা-বাঁশখালী,হাতি-৩টি, রেঞ্জ:নয়াগ্রাম,মৌজা-রাঙ্গিয়াম,হাতি-২টি, রেঞ্জ:কলাইকুন্ডা,মৌজা-দুয়ারখোল,হাতি-৩টি। বন্যপ্রাণী শিকার করা থেকে বিরত থাকিবেন।স্থানীয় মানুষকে জঙ্গলে যেতে নিষেধ করা হচ্ছে। সকলে সতর্ক থাকিবেন।বিভাগীয় বনাধিকারিক:খড়্গপুর বনবিভাগ।