বাঁকুড়া বনবিভাগে হাতির : হাতির অবস্থান তাং-০৬.০২.২০২২বড়জোড়া রেঞ্জে বড়জোড়া মৌজায়-৫টি,পাবয়া-২টি,বাঁকুড়া উত্তর রেঞ্জে রসিকনগরপুর-২টি,বারমেসিয়া-৩টি,সোনামুখী রেঞ্জে করঞ্জমনি খয়রাসোল-১টি।এই সমস্ত এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার সকলকে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে।বিভাগীয় বনাধিকারীক,বাঁকুড়া (উত্তর) বনবিভাগ।
বিষ্ণুপু্র বনবিভাগে হাতির :হাতির অবস্থান -তাং ০৬,০২.২০২২। কসিরবাগান ধোবাপুকুর, হেরেপার্বত বীট, বিষ্ণুপুর রেঞ্জ -০২ টি হাতি।এই এলাকার সকলকে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে। বন্যপ্রাণী শিকার দন্ডনীয় অপরাধ। এই শিকার কাজে যুক্ত গাড়ী বন আইন অনুসারে বাজেয়াপ্ত বা জব্দ হতে পারে।দেশের সু-নাগরিক হিসাবে আপনার সহযোগিতা আমাদের একান্ত কাম্য, জঙ্গলে যাবেন না,সতর্ক থাকবেন। বিভাগীয় বনাধিকারীক, পাঞ্চেৎ বনবিভাগ, বিষ্ণুপু্র