JJM NEWS DESK: আজ ০৯.০২.২০২২ বুধবার দেখে নিন জঙ্গলমহলের জেলাগুলিতে হাতির অবস্থান।
বাঁকুড়া বনবিভাগে হাতির : হাতির অবস্থান তাং-০৯.০২.২০২২বড়জোড়া রেঞ্জে বড়জোড়া মৌজায়-৫টি,বনশোল-১টি,বাঁকুড়া উত্তর রেঞ্জে রসিকনগরপুর-১টি,বারমেসিয়া-৩টি,বিহানজুড়িয়া-১টি,সোনামুখী রেঞ্জে গোপীবন্দী-২টি। এই সমস্ত এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার সকলকে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে। বিভাগীয় বনাধিকারীক,বাঁকুড়া (উত্তর) বনবিভাগ।
মেদিনীপুর বনবিভাগে হাতির : ০৯.০২.২০২২, হাতির অবস্থান ও হাতির সংখ্যা :মেদিনীপুর বনবিভাগ, মোট: ১০৮-১১৩ টি. সকাল -১০.১০মিনিট,লালগড় রেঞ্জ, পিড্রাকুশমা-৯-১০ টি, বীরভানপুর-১৮-২০ টি,কামরাঙ্গি-৮-১০ টি, বান্দি-৮-১০ টি,চাঁদড়া রেঞ্জ, আমঝর্ণা- ১টি, আমগোবরা-8-৫ টি, মৌরা-১ টি,নয়াবসত রেঞ্জ, উখলা-১টি, আড়াবাড়ি রেঞ্জ, বুরামারা-১০-১২ টি,টুঙ্গি-৩৮-8০ টি,।জঙ্গলে যাবেন না, সতর্ক থাকবেন। বিভাগীয় বনাধিকারিক, মেদিনীপুর বনবিভাগ।
