নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর : দুর্গাপুরের কাঁকসার বিষ্ণুপুর সংলগ্ন জঙ্গলে উঁচু গাছের মগডাল থেকে রবিবার দুপুরে এক যুবকের দেহ ঝুলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় কাঁকসা থানায়। পুলিশ গিয়ে দেহ নামিয়ে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক ভাবে ওই যুবক আত্মঘাতী হয়েছে বলে মনে করছে পুলিশ।
