নিজস্ব সংবাদদাতা:- খাবারের সন্ধানে বেরিয়ে চাষের জমির মাঝে থাকা গর্তের মধ্যে পড়ে গেল এক হস্তি শাবক, রবিবার রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের ৬ নম্বর অঞ্চলের অন্তর্গত পিড়াকাটা রেঞ্চের মুঁশিনা এলাকায়, জানা গিয়েছে এই দিন রাত্রে খাবারের সন্ধানে বেরিয়ে ছিল বড় একটি হাতির দল, সেই সময় চাষের জমির মাঝে থাকা একটি গর্তে পড়ে যায় হস্তি শাবক টি,
আরো পডুন : Eplehant News : আজ ২১.০২.২০২২ সোমবার দেখে নিন জঙ্গলমহলের জেলাগুলিতে হাতির অবস্থান