JJM NEWS DESK : রবিবার ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের ভালুকা বিটের জামবনী রেঞ্জের কুমরী গ্রামে শিবানী মাহাতো নামে বছর 49 এর এক বয়স্ক মহিলা জঙ্গলে কাঠ কাটতে গেলে হাতেির সামনে মুখোমুখি পড়ে যায়। হাতির শুঁড় দিয়ে আঘাত করলো কোনওক্রমে প্রাণ বাঁচিয়ে ঐ মহিলা গ্রামের দিকে ছুটে আসে, সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা ওই মহিলাকে নিয়ে ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যান। ঘন্টাখানেক পর ওই মহিলার মৃত্যু ঘটে, মৃত্যু খবর গ্রামে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে।