ভারতীয় পশুপালন নিগম লিমিটেডের পক্ষ থেকে সম্প্রতি এক বিরাট নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হল। দেশজুড়ে কয়েক হাজার শূন্যপদ পূরণ করা হবে এই নিয়োগের অধীনে। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন আগামী ৩ ফেব্রুয়ারী পর্যন্ত।
যেসব পদে নিয়োগ করা হবে –
ট্রেনিং কন্ট্রোলিং অফিসার পদে শূন্যপদ রয়েছে ৭৫ টি।
ট্রেনিং ইন চার্জ পদে শূন্যপদ ৬০০ টি।
ট্রেনিং কো-অর্ডিনেটর পদে শূন্যপদ ১২০০ টি।
ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট পদে শূন্যপদ ৬০০০ টি।
কী কী যোগ্যতায় আবেদন করা যাবে?
বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে। তবে মাধ্যমিক পাশ হলেও আবেদন করতে পারবেন। এছাড়া উচ্চ মাধ্যমিক এবং স্নাতক/স্নাতকোত্তর পাশ প্রার্থীরাও আবেদন যোগ্য।
বয়স –
ট্রেনিং কন্ট্রোলিং অফিসার ২৫ থেকে ৪৫ বছর।
ট্রেনিং ইন চার্জ ২১ থেকে ৪০ বছর।
ট্রেনিং কো-অর্ডিনেটর ২১ থেকে ৪০ বছর।
ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট ২১ থেকে ৪০ বছর।
বেতন রয়েছে –
ট্রেনিং কন্ট্রোলিং অফিসার পদে প্রতি মাসে ২১,৭০০ টাকা।
ট্রেনিং ইনচার্জ এবং ট্রেন কো-অর্ডিনেটর পদে ১৮,৫০০ টাকা। ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট পদে ১২,৮০০ টাকা।
কীভাবে আবেদন করতে পারবেন?
ভারতীয় পশুপালন নিগমের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য যোগাযোগ করুন এই https://pay.bharatiyapashupalan.com/onlinerequirment ওয়েবসাইটে। তবে আবেদন করার জন্য প্রত্যেকটি পদের জন্য নির্দিষ্ট আবেদন ফি রাখা হয়েছে।