পৌষ সংক্রান্তি ২০২২ কবে : পৌষ সংক্রান্তি ২০২২ পালিত হবে আগামী ২৯ পৌষ ১৪২৮, ১৪ জানুয়ারি ২০২২, শুক্রবার।
পৌষ সংক্রান্তি কী : পৌষ সংক্রান্তি আবহমান বাংলার এক প্রাচীন সংস্কৃতি। পৌষ সংক্রান্তিকে মকর সংক্রান্তি নামেও ডাকা হয়। বাংলা সনের পৌষ মাসের শেষ দিন এই সংক্রান্তি পালন করা হয়। দিনটিতে বাঙালিরা বিভিন্ন ধরণের অনুষ্ঠান আয়োজন করে থাকে। পিঠা বানানো ও খাওয়া এবং ঘুড়ি উড়ানো এর মধ্যে অন্যতম।
মকর সংক্রান্তির দিন সূর্য নিজ কক্ষপথ থেকে মকর রাশিতে প্রবেশ করে। তাই দিনটিকে মকর সংক্রান্তি বলা হয়। প্রাচীন ভারতীয় জ্যোতিষ শাস্ত্র অনুসারে ‘সংক্রান্তি’ একটি সংস্কৃত শব্দ, এর দ্বারা সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করাকে বোঝানো হয়। ১২টি রাশি অনুযায়ী এরকম সর্বমোট ১২টি সংক্রান্তি রয়েছে।
মকর সংক্রান্তি কবে : ২০২২ সালের মকর সংক্রান্তি পালিত হবে আগামী ২৯ পৌষ ১৪২৮, ১৪ জানুয়ারি ২০২২, শুক্রবার। মকর সংক্রান্তি কেন পালন করা হয়?
