JJM NEWS : নিবার গোপীবল্লভপুর ১ নং ব্লকের রাধা গোবিন্দ জিউর মন্দির প্রাঙ্গণে আয়োজিত হলো প্রায় ৪০০ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী বুলবুল পাখির লড়াই। প্রত্যেক বছর মূলত মকর সংক্রান্তির দিনে এই বুলবুলি পাখির লড়াই হয়ে থাকে। কিন্তু গতকাল প্রাকৃতিক দুর্যোগের কারনে এই ঐতিহ্যবাহী বুলবুলি পাখির লড়াই বন্ধ রাখা হয়েছিল। আজ শনিবার বেলা ১২ টা নাগাদ এই লড়াই শুরু হয়।
ঐতিহ্যবাহী বুলবুল পাখির লড়াই দেখতে ভিড় জমান এলাকার সাধারণ মানুষ। প্রতি বছর ঝাড়খণ্ড ও উড়িষ্যা থেকে মানুষজনের আসতেন এই ঐতিহ্যবাহী বুলবুল পাখির লড়াই দেখতে। কিন্তু এই বছর করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে স্বাস্থ্যবিধি মেনে জমায়েত ছাড়াই অনুষ্ঠিত হয় এই ঐতিহ্যবাহী বুলবুলি পাখির লড়াই। উপস্থিত ছিলেন রাধা গোবিন্দ জিউর মন্দিরের মোহন্ত মহারাজ শ্রী শ্রী কৃষ্ণ কেশবানন্দ দেব গোস্বামী।