JJM NEWS DESK : অজানা জন্তুর পায়ের ছাপ কে কেন্দ্র করে এলাকায় বাঘের আতঙ্ক দেখা দিয়েছে । লালগড় বন বিভাগের অন্তর্গত কুমিরপাতার জঙ্গলের মঙ্গলবার অজানা জন্তুর পায়ের ছাপ দেখতে পায় বন সুরক্ষা কমিটির সদস্যরা।যার ফলে অজানা জন্তুর পায়ের ছাপ কে কেন্দ্র করে এলাকায় বাঘের আতঙ্ক দেখা দিয়েছে। গ্রামবাসীদের দাবি এই জঙ্গলে নেকড়ে , খেঁকশিয়াল,হায়না রয়েছে।কিন্তু যে ছাপ দেখা গিয়েছে তা অন্য ধরনের।
