JJM NEWS DESK : কোভিডের সেকেন্ড ওয়েভের সময়েও প্রতিদিনে তিন থেকে চার লাখ নতুন সংক্রমণ ধরা পড়ছিল। থার্ড ওয়েভের শীর্ষে পৌঁছেও একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। গত আট মাসে প্রথমবার দৈনিক আক্রান্তের সংখ্যা তিন লাখ পার করে ফেলেছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ দৈনিক পরিসংখ্যান বলছে,গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন তিন লক্ষ ১৭ হাজার ৫৩২ জন। আগের দিন যা ছিল দু’লক্ষ ৮২ হাজার ৯৭০।
পাল্লা দিয়ে বেড়েছে দৈনিক সংক্রমণের হারও। বুধবার দৈনিক সংক্রমণের হার ছিল ১৫.১৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় তা বেড়ে হয়েছে ১৬.৪১ শতাংশ। বেড়েছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে ৪৯১ জনের মৃত্যু হয়েছে। বুধবার মৃত্যু হয়েছিল ৪৪১ জনের৷কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন বলছে, বৃহস্পতিবার গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে ৩ লাখ ১৭ হাজার। ওমিক্রন রোগীর সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ছে। আজকের হিসেবে ওমিক্রন পজিটিভ রোগীর সংখ্যা ৯ হাজারের বেশি।
গতকালের থেকে ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সংক্রমণের হার মারাত্মক পর্যায়ে গিয়ে পৌঁছেছে। দৈনিক কোভিড পজিটিভিটি রেট এখনই ১৬ শতাংশের বেশি। দিল্লি, মহারাষ্ট্র, কর্নাটক, পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণের হার সাঙ্ঘাতিকভাবে বেড়ে গেছে।দিল্লিতে কোভিড পজিটিভিটি রেট ২৯.২১ শতাংশ। দিল্লিতে যাঁরা কোভিড টেস্ট করাচ্ছেন, তাঁদের প্রতি তিনজনের মধ্যে একজন পজিটিভ হচ্ছেন। মুম্বইতে দিনে ১৬ হাজারের বেশি নতুন সংক্রমণ ধরা পড়ছে।
