JJM NEWS DESK : আনুষ্ঠানিকভাবে টাটাদের হাতে এল এয়ার ইন্ডিয়া।দীর্ঘ দিনের প্রতিক্ষার অবসান। বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার দায়িত্ব নিল টাটা গ্রুপ।
আনুষ্ঠানিকভাবে টাটাদের হাতে এল এয়ার ইন্ডিয়া।দীর্ঘ দিনের প্রতিক্ষার অবসান। বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার দায়িত্ব নিল টাটা গ্রুপ।
টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন জানান, এটিকে একটি বিশ্বমানের এয়ারলাইন হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়ান এয়ারলাইন্স হস্তান্তরের আগেপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন চন্দ্রশেখরন।জানা গিয়েছে, সমস্ত শেয়ার সাফল্যের সঙ্গে Talace Pvt Ltd- এর হাতে ট্রান্সফার করা হয়েছে।আর এই কোম্পানিই হচ্ছে এয়ার ইন্ডিয়ার-র নতুন মালিক।এবার থেকে এই সংস্থাই এয়ার ইন্ডিয়ার সমস্ত কাজ দেখাশোনা করবে। এদিন ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্টের তরফে সেক্রেটারি তুহিনকান্ত পাণ্ডে বিবৃতিতে একথা জানিয়েছেন।