নিজস্ব প্রতিনিধি ,বাঁকুড়া : বাঁকুড়ার ছাতনা ব্লকের ঝগড়াপুর গ্রামে হাতির হানায় মৃত্যু হল এক ব্যাক্তির। জখম আরও ২ । মৃতের নাম ভবতোষ শীট(৭০) । ঝগড়াপুর গ্রামেই তাঁর বাড়ি । বৃহস্পতিবার সকালে গ্রামে আসা বুনো হাতির দল দেখতে গিয়ে তিনি একটি হাতির সামনে এসে পড়েন । তখন হাতিটি তাঁকে শুড় দিয়ে তুলে আছাড় মারার পর পা দিয়ে পিষে দেয় । ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় । পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ।
