JJM NEWS DESK: আজ ১১.০১.২০২২ মঙ্গলবার দেখে নিন জঙ্গলমহলের জেলাগুলিতে হাতির অবস্থান।
মেদিনীপুর বনবিভাগে হাতির : ১১.০১.২০২২, হাতির অবস্থান ও হাতির সংখ্যা :মেদিনীপুর বনবিভাগ, মোট: ১২টি. সকাল -১০.১৫ মিনিট,লালগড় রেঞ্জ, রাঙ্গামাটি-১ টি, চাঁদড়া রেঞ্জ, গাররা-১টি, আমাঝর্ণা- ১টি, সুকনাখালি-১টি,পিড়াকাটা রেঞ্জ,পাথরনালা-১ টি ,নয়াবসত রেঞ্জ, বাঁশডিহা-১টি,বীরপাথরি-8 টি,আড়াবাড়ি রেঞ্জ, টুঙ্গি-১ টি,গোদাপিয়াশাল রেঞ্জ, কুমিরমারা-১টি,। জঙ্গলে যাবেন না, সতর্ক থাকবেন। বিভাগীয় বনাধিকারিক, মেদিনীপুর বনবিভাগ।
আরো পড়ুন : আদিবাসী মেলার উৎসব অনুষ্ঠিত নিয়ে আলোচনা পশ্চিমাঞ্চল মন্ত্রী সন্ধ্যারানী টুডু
