JJM NEWS DESK: আজ ১৩.০১.২০২২ বৃহস্পতিবার দেখে নিন জঙ্গলমহলের জেলাগুলিতে হাতির অবস্থান।
বাঁকুড়া বনবিভাগে হাতির : হাতির অবস্থান তাং-১৩.০১.২০২২
বড়জোড়া রেঞ্জে পাবয়া মৌজায়-১টি,বেলিয়াতোর রেঞ্জে স্বর্গবাতি-১টি।এই সমস্ত এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার সকলকে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে।বিভাগীয় বনাধিকারীক,বাঁকুড়া (উত্তর) বনবিভাগ।
মেদিনীপুর বনবিভাগে হাতির : ১৩.০১.২০২২, হাতির অবস্থান ও হাতির সংখ্যা :মেদিনীপুর বনবিভাগ, মোট: ০৯টি. সকাল -১১.২৫ মিনিট,লালগড় রেঞ্জ, বান্দি-১ টি, চাঁদড়া রেঞ্জ, গাররা-১টি, আমাঝর্ণা- ২টি, সুকনাখালি-১টি,নয়াবসত রেঞ্জ, নলবনা-১টি, উখলা-১ টি,পিড়াকাটা রেঞ্জ,পাথরনালা-২টি,। জঙ্গলে যাবেন না, সতর্ক থাকবেন। বিভাগীয় বনাধিকারিক, মেদিনীপুর বনবিভাগ।
আরো পড়ুন : আদিবাসী মেলার উৎসব অনুষ্ঠিত নিয়ে আলোচনা পশ্চিমাঞ্চল মন্ত্রী সন্ধ্যারানী টুডু
