JJM NEWS DESK: আজ ২২.০১.২০২২ শনিবার দেখে নিন জঙ্গলমহলের জেলাগুলিতে হাতির অবস্থান।
বাঁকুড়া বনবিভাগে হাতির : হাতির অবস্থান তাং-২২.০১.২০২২ বড়জোড়া রেঞ্জে সাহারজোড়া মৌজায়-১টি,বেলিয়াতোর রেঞ্জে কাঁটাবেসিয়া-৫টি, গঙ্গাজলঘাটি রেঞ্জে তেতুলিয়াডাঙ্গা-১০টি, গোপীরহির-৩টি, সোনামুখী রেঞ্জে গোপবন্দী-১টি।এই সমস্ত এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার সকলকে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে।বিভাগীয় বনাধিকারীক,বাঁকুড়া (উত্তর) বনবিভাগ।
মেদিনীপুর বনবিভাগে হাতির : ২২.০১.২০২২, হাতির অবস্থান ও হাতির সংখ্যা :মেদিনীপুর বনবিভাগ, মোট: ০8 টি. সকাল -০৯.৫৫ মিনিট,লালগড় রেঞ্জ, রিশিগেরিয়া-১ টি, চাঁদড়া রেঞ্জ, গোলগোলচটি-১টি, নয়াবসত রেঞ্জ, দামোদরপুর-১টি, বাঁশডিহা-১ টি,। জঙ্গলে যাবেন না, সতর্ক থাকবেন। বিভাগীয় বনাধিকারিক, মেদিনীপুর বনবিভাগ।
আরো পড়ুন : Elephant killed Man : বাঁকুড়ায় হাতির হানায় মৃত হলো ভবতোষ শীট নামে এক ব্যাক্তি, জখম ২
