Blood sample tube positive with COVID-19 or novel coronavirus 2019 found in Wuhan, China
JJM NEWS DESK:একনজরে দেখে নিন আজ ২২.০১.২০২২, দেশের করোনা আপডেট। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী আজ গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩লক্ষ ৩৭ হাজার ৭০৪ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ২লক্ষ ৪২ হাজার ৬৭৬ জন। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪৮৮ জন।